1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ফতুল্লায় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহানোর সময় পরনের কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনি মারা যায়।

নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের স্ত্রী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, প্রচণ্ড শীতের কারণে শনিবার বিকেল চারটার দিকে নিজ রান্না ঘরের চুলার সামনে বসে আগুন পোহাচ্ছিলেন আনোয়ারা বেগম। সে সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। সে সময় আশপাশের লোকজন ও নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট