1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের কোন আসনে কারা লড়ছেন—এক নজরে পুরো তালিকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে মোট ৪০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। একই সঙ্গে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এ ঘোষণা দেন।

কীভাবে হলো যাচাই–বাছাই
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়,

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক যাচাই–বাছাই শেষে

৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ,

৪ জনের মনোনয়ন স্থগিত,

১৬ জনের মনোনয়ন বাতিল করা হয়।

পরে বিকেল ৪টায় অধিকতর যাচাই শেষে স্থগিত থাকা ৪ প্রার্থীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। ফলে নারায়ণগঞ্জে মোট ৪০ জন বৈধ প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে রইলেন।

নিয়ম অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল করতে পারবেন।

আসনভিত্তিক বৈধ প্রার্থীদের তালিকা নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর)
বৈধ প্রার্থী: ৯ জন

আবুল কালাম — বিএনপি (সাবেক সংসদ সদস্য)

তারিকুল ইসলাম সুজন — গণসংহতি আন্দোলন

সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী — বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মুফতি মাছুম বিল্লাহ — ইসলামী আন্দোলন বাংলাদেশ

এবিএম সিরাজুল মামুন — খেলাফত মজলিস

আবু নাঈম খান বিপ্লব — বাসদ

এইচ এম আমজাদ হোসেন মোল্লা — বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট

মন্টু চন্দ্র ঘোষ — বাংলাদেশ কমিউনিস্ট পার্টি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর অংশ)
বৈধ প্রার্থী: ৯ জন

মনির হোসাইন কাসেমী — জমিয়তে উলামায়ে ইসলাম (বিএনপি জোট)

মোহাম্মদ আলী — বাংলাদেশ রিপাবলিকান পার্টি, সাবেক এমপি

মোহাম্মদ শাহ আলম — স্বতন্ত্র (বিএনপি নেতা)

মোহাম্মদ গিয়াসউদ্দিন — স্বতন্ত্র, সাবেক এমপি

আব্দুল্লাহ আল আমিন — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সেলিম মাহমুদ — বাসদ

মুফতি ইসমাইল কাউসার — ইসলামী আন্দোলন বাংলাদেশ

আনোয়ার হোসেন — বাংলাদেশ খেলাফত মজলিস

ইলিয়াস আহম্মেদ — খেলাফত মজলিশ

মো. সুলাইমান দেওয়ান — বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ)
বৈধ প্রার্থী: ১০ জন

আজহারুল ইসলাম মান্নান — বিএনপি

মুহাম্মদ গিয়াস উদ্দিন — স্বতন্ত্র, সাবেক এমপি

মো. আতিকুর রহমান নান্নু মুন্সী — বাংলাদেশ খেলাফত আন্দোলন

গোলাম মসীহ — ইসলামী আন্দোলন বাংলাদেশ

মো. ইকবাল হোসেন ভূঁইয়া — বাংলাদেশ জামায়াতে ইসলামী

অঞ্জন দাস — গণসংহতি আন্দোলন

আবদুল করিম মুন্সী — জনতার দল

মো. শাহজাহান — বাংলাদেশ খেলাফত মজলিস

আরিফুল ইসলাম — আমার বাংলাদেশ পার্টি

মো. ওয়াহিদুর রহমান মিল্কী — গণঅধিকার পরিষদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
বৈধ প্রার্থী: ৬ জন

নজরুল ইসলাম আজাদ — বিএনপি

আতাউর রহমান খান আঙ্গুর — স্বতন্ত্র, সাবেক এমপি

মো. হাফিজুল ইসলাম — বাংলাদেশ কমিউনিস্ট পার্টি

মো. ইলিয়াস মোল্লা — বাংলাদেশ জামায়াতে ইসলামী

কামরুল মিয়া — গণঅধিকার পরিষদ

মো. আবুল কালাম — বাংলাদেশ খেলাফত মজলিস

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
বৈধ প্রার্থী: ৬ জন

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু — বিএনপি

ওয়াসিম উদ্দিন — গণঅধিকার পরিষদ

আ. কাইয়ুম শিকদার — বাংলাদেশ খেলাফত মজলিস

মো. ইমদাদুল্লাহ — ইসলামী আন্দোলন বাংলাদেশ

মো. রেহান আফজাল — ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

মো. আনোয়ার হোসেন মোল্লা — বাংলাদেশ জামায়াতে ইসলামী

নির্বাচনী পরিস্থিতি
সব মিলিয়ে মনোনয়ন যাচাই–বাছাই শেষে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই ভোটের মাঠ জমে উঠেছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়ে প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট