1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৩: স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের মনোনয়ন বাতিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হলফনামা ঠিক না থাকায় নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির এ সিদ্ধান্তের কথা জানান।

যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন,ফর্ম ২১ ও ২০ ও হলফনামায় দায় সহ ৮ তথ্য না থাকায় অসম্পূর্ণ। তাই জমাকৃত হলফনামা হয়নি এবং সম্পূরক দিয়ে কভার করার মতো নয়। তাই তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হল।”

এ বিষয়ে প্রার্থী রেজাউল করিম বলেন, “আমি এ বিষয়ে আপিল করবো”

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট