1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ছাটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত “কোরেশ বাংলাদেশ পিএলসি লিমিটেড” কারখানার সামনে এ শ্রমিক অসন্তোষ শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই অন্তত ৭০ জন শ্রমিককে ছাঁটাই করেছে।

শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী (আউটগোয়িং) লেন অবরোধ করে অবস্থান নেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪০ মিনিট পর, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, “ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা সাময়িকভাবে মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ও শিল্প পুলিশের মধ্যস্থতায় তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা চলছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট