1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

প্রতারণার মামলায় পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে প্রতারণার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১ বছর সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৪ মে) ঢাকার ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর এলাকার মুনিয়া স্টোর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম মো. আমিন (৪১)। সে সোনারগাঁয়ের মঙ্গলেরগাও এলাকার মৃত হাজী মাওলানা আব্দুল হকের ছেলে।
র‍্যাব-১১ এর সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আমিন ২০১৬ সালে মামলার বাদী আবু তাহের মেম্বারের কাছ থেকে হজ এজেন্সির ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে ৪০ লাখ টাকা আত্মসাৎ করে। আমিন বাদীকে দীর্ঘ পাঁচ বছর ধরে তার টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে আসছিল। বাদী তার টাকা না পেয়ে অসহায় হয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি মামলা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে আদালত আসামি মো. আমিনকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট