1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

আড়াইহাজারে ৩ হিন্দু বাড়ীতে ডাকাতি, আহত ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে পৌনে ৩টার মধ্যে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ওই রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল একে একে তিনটি বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেয়।

অভিযোগ অনুযায়ী, দয়াল রায়ের বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপা ও নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৫ ভরি রুপা ও নগদ ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ১০০ ভরি রুপা ও নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করা হয়।

ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন রায়ের ছেলে দয়াল রায়, তাঁর ভাগ্নে রাজন রায়, ভাগ্নে জামাতা সুজন রায় এবং প্রতিবেশী সিয়ামকে গুরুতর আহত করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সুজন (২৬) নামের একজন ডাকাতকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং তিনি নিজে এলাকা পরিদর্শন করেছেন। গ্রেপ্তার হওয়া ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট