
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) ফতুল্লার সস্তাপুর এলাকার কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৯টায় অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রধান শিক্ষকদের উপস্থিতিতে তিন সেট প্রশ্নপত্রের মধ্য থেকে লটারির মাধ্যমে একটি প্রশ্নপত্র নির্বাচন করা হয়। নির্ধারিত প্রশ্নপত্র অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করা হয়।
বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মো. বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাউসার আহমেদসহ মাজহারুল ইসলাম সজীব, আজমত আলী, নাঈমা ইসলাম, মো. মুরাদ, গোলাম রসুল জুয়েল ও মো. জহিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরীক্ষা শুরুর আগে বৃত্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে শরীর আব্দুল হাদীর মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।