1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জঃ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার-এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ এপ্রিল-২০২৩) দুপুর ২টায় লালবাগ গোরস্থান দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমাকে লালবাগ কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার জানাযা নামাজে মরহুমার স্বামী ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, মরহুমার পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন,
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র-সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা,
অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম মতি, মোঃ আখতারুজ্জামান জুয়েল, মোঃ নওশাদ আলী, পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক মোঃ জাহেরুল ইসলাম কাচ্চু, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি এসএম শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ অংশগ্রহণ করেন।
জানাযা নামাজের পূর্বে মরহুমার স্বামী ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, ছেলে ব্যারিষ্টার নওশাদ জমির ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আমার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী পঞ্চগড়ে দাফন না করে দিনাজপুরে শহরের লালবাগ কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি তাঁর স্ত্রীর জন্য সকলের নিকট রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২ মে-২০২৩) দুপুরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আকতার সরকার
ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট