1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

অসহায়দের মাঝে ডিসি’র কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মো. রায়হান কবির শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল এবং চাষাঢ়া রেলওয়ে স্টেশনে রাতযাপনকারী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের পক্ষে শীতবস্ত্র কেনা কঠিন। তাই আমরা উদ্যোগ নিয়ে আজ থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। শহরের বিভিন্ন স্থানে ভাসমান মানুষের মাঝে এই কার্যক্রম চলবে।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসন ছাড়াও সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি সমাজের সচ্ছল মানুষ ও ব্যবসায়ীরা তাদের নিজ নিজ এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেও বিতরণ করা যাবে।”

জেলা প্রশাসক জানান, “আমাদের লক্ষ্য- শীতে যেন কোনো ভাসমান বা দরিদ্র মানুষ কষ্ট না পায়। তাদের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।”

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, মো. তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট