1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বিএনপি: পাশে নেই মনোনয়নবঞ্চিতরা, বেকায়দায় দলীয় প্রার্থীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে কিছু আসনে প্রার্থী পরিবর্তন আসতে পারে বলে বিএনপির ভেতরে আলোচনা আছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নিয়ে ঝামেলায় পড়েছে বিএনপি। প্রাথমিকভাবে মনোননয়ন দেওয়ার পর থেকে মনোনয়ব বঞ্চিতদের মধ্যে চরম অসন্তোষ ও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জেলার মনোনয়ন পাওয়া বিএনপি নেতাদের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিটি এলাকায় বিক্ষোভ, মশাল মিছিলসহমমনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি দেয়া চলছে নিয়মিত। মনোনয়ন বঞ্চিতরা মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচক্ষন। সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্তটাই নেবেন। দলের দুঃসময়ে রাজপথে থেকে স্বেরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলার মাধ্যমে নারায়ণগঞ্জে বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে যে সকল নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছেন তাদের মধ্য থেকেই বিএনপির প্রার্থী নির্ধারন করবেন বলে আশাবাদ করেছেন।

সূত্রমতে, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মনোনয়ন পেলেও তার পক্ষে এখনো মাঠে দেখা যায়নি একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরকে। এ আসনে মনোনয়ন পরিবর্তন চান মনির। ফলে, তার কর্মী-সমর্থকেরও দেখা যায়নি মনোনীত প্রার্থীর কোনো কর্মসূচিতে। কাজী মনিরের অনুসারী ছাড়াও আসনটিতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে উপশহরের ৩০০ ফিটে মশাল মিছিল করেন আরেক মনোনয়ন প্রত্যাশী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ দুলাল হোসেনের অনুসারী নেতাকর্মীরা। এ সময় “অবৈধ নমিনেশন মানি না, মানবো না” বলে স্লোগান দিতে দেখা যায় মিছিলকারীদের।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রাজপথে নেমেছেন মনোনয়ন-বঞ্চিত নেতারা। এদের মধ্যে রয়েছেন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার একজোট হয়েছেন। 

আড়াইহাজার উপজেলা বিএনপির কার্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভেদ ভুলে এক মঞ্চে উঠেন মনোনয়ন বঞ্চিত তিন নেতা। এ সময় তাদের হাজারো কর্মী সমর্থক মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। পরে মঙ্গলবার রাতে আজাদের বিরুদ্ধে মশাল মিছিলও করে বিএনপির একাংশ। নেতাকর্মীদের দাবি, আজাদের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা করা হোক।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত নালিশ দিয়েছেন মনোনয়নবঞ্চিত সাত নেতা। তারা হলেন-সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক।

তাদের অভিযোগ, মনোনীত প্রার্থী মান্নানের শিক্ষাগত যোগ্যতা নেই এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পুনর্বাসন এবং দলের সিনিয়র নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়েছে।

মান্নানের মনোনয়ন বদলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচিও পালন করেছে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা। কাচপুরে একইস্থানে একইসময়ে মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতরা কর্মসূচি দিলে উত্তেজনা সৃষ্টি হয় পরে সংঘাত এড়াতে আজহারুল ইসলাম মান্নানের সমাবেশের স্থান পরিবর্তন করে পিরোজপুরে ইউনিয়নে নেয়া হয়।

নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত আসন হচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসন। এখানে দলের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে একজোট হয়েছেন মহানগর বিএনপির শীর্ষ কয়েকজন নেতারা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিতদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানালেও তারা সংবাদ সম্মেলন করে অনাস্থা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতিদ্রুত এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান অনেক বিচক্ষণ।

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে অনেক যোগ্য প্রার্থী আছেন। কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়ারতো সুযোগ নেই। তবে, যারা মনোনয়ন পাবেন না, তাদেরকেও বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে। এটি আমাদের কমিট মেন্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট