1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস- ২০২৩’ জেলা প্রশাসন, দিনাজপুর কর্তৃক যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
জেলা প্রশাসন, দিনাজপুর ও আঞ্চলিক শ্রম দপ্তর, দিনাজপুর এর আয়োজনে সকাল ০৯.০০ ঘটিকায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, দিনাজপুরে এসে সমাপ্ত হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, দিনাজপুরে জনাব শাকিল আহমেদ, জেলা প্রশাসক দিনাজপুরের সভাপতিত্বে ‘মহান মে দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, দিনাজপুরের প্রতিনিধি জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর; জনাব আলতাফুজ্জামান মিতা, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, দিনাজপুর এবং জনাব ইমদাদ সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দিনাজপুর সদর ও সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ, দিনাজপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); জনাব মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); উপপরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর; উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী; দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন; জাতীয় শ্রমিক লীগ, দিনাজপুর জেলা শাখা; দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন; দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এবং দিনাজপুর জেলা মোটর মালিক গ্রুপ, দিনাজপুর দোকান মালিক সমিতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রমিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় সকলে মিলে মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক-মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হওয়ার অঙ্গীকারাবদ্ধ হন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট