মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি।।
বিরলে ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, ব্যাচ পরিধান, র্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হাসান রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য বিলকিস বেগম, আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩) এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।