1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন এক সময়ের শামীম ওসমানের বডিগার্ড হিসেবে পরিচিত জিতু। তিনি আবার নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের শ্যালক।

স্থানীয়দের অভিযোগ, ৫-ই আগষ্টের পর স্বেরাচারী হাসিনা সরকারের পতনের পর পরই বেপরোয়া আচরণে জড়িয়ে পড়েছেন এবং কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার উদ্যোগে নানাভাবে বাধা দিচ্ছেন।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই জিতু এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

স্থানীয়দের দাবি, ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে—এই আশঙ্কা থেকেই তিনি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন।

কাঁশিপুরের বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, জিতু বর্তমানে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জিতুর প্রভাব এখন এমন পর্যায়ে যে, অনেকেই তার ভয়ে মুখ খুলতে সাহস পান না।”

এছাড়া জানা গেছে, অতীতে একটি স্কুলের ম্যাগাজিন প্রকাশের অর্থ আত্মসাতের অভিযোগেও তার নাম উঠে এসেছিল। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ থাকলেও প্রভাবের কারণে তা ধামাচাপা পড়ে যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান ও সাইফুল্লাহ বাদল কাশীপুরকে সিটি কর্পোরেশনের আওতায় না আনার জন্য সক্রিয় ভূমিকা রেখেছিলেন। বর্তমানে সেই ধারাবাহিকতার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন জিতু।

এ বিষয়ে জিতুর মন্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে স্থানীয় রাজনীতির প্রভাব ও স্বার্থ জড়িত থাকায় সিদ্ধান্ত বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।

কাশীপুরবাসীর দাবি, উন্নয়ন ও নাগরিক সুবিধার স্বার্থে ইউনিয়নকে দ্রুত সিটি কর্পোরেশনের আওতায় আনা হোক। রাজনৈতিক স্বার্থ নয়, জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট