
যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ দগ্ধ হয়নি।
বাসচালক নাসির জানান, শহরের ১নং রেলগেইট এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের দৈনিক (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসে আনা-নেওয়া করা হয়। রোববার রাতে শ্রমিকদের সাইনবোর্ডে নামিয়ে দিয়ে তিনি হেলপার নয়নকে নিয়ে আয়কর অফিসের সামনে লিংক রোডের পাশে বাসটি পার্কিং করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে তিনি দেখেন চালকের আসনে আগুন জ্বলছে। এ সময় তারা দু’জন চিৎকার করলে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একই সময় ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে আসে।
চালক নাসির আরও জানান, কে বা কারা আগুন দিয়েছে তা তারা ঘুমিয়ে থাকায় দেখতে পাননি। ভবিষ্যতে সড়কের পাশে গাড়ি পার্কিং না করার কথা তিনি পুলিশকে জানিয়েছেন। পরে বাসটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। চালক ও হেলপারের সচেতনতার কারণে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা বাসে আগুন দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।