1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

ফতুল্লায় র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীর গুলি, গুলিবিদ্ধ তরুণী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইল ফোনের জেরে এক মুদিদোকানদারকে কুপিয়ে গুরুতর আহত করার পর দিনদুপুরে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদ।

তার ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা আক্তার (১৮) নামে এক তরুণীর বুকে লাগে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পশ্চিম মাসদাইরের বালুরমাঠসংলগ্ন গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মাসদাইর বাজারে আল-আমিন নামে এক ব্যক্তির ছিনতাইকৃত মোবাইল নিয়ে কথা কাটাকাটির জেরে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজ (৩০)–এর সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী ও চিহ্নিত ছিনতাইকারী জাহিদের তর্ক ও হাতাহাতি হয়।

একপর্যায়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপনসহ ৮–১০ জন পারভেজের ওপর হামলা চালায়। পারভেজের মাথা, হাত ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পারভেজ পালানোর চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধিক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাবকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ তরুণী:

ঘটনার পরদিন রবিবার দুপুরে কালিরবাজারে অবস্থিত র‌্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতারের উদ্দেশ্যে গাইবান্ধা বাজার এলাকায় অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জাহিদ। চারদিক থেকে র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে সে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

জাহিদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বাড়িতে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের বক্তব্য:

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনা জানা নাই বলে জানান।

তবে “গুলিবিদ্ধ তরুণীর বিষয়ে খোঁজ নিতে পুলিশ ঢাকা মেডিকেলে গেছে। ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য অভিযান চলছে” বলেও জানান পুলিশের নির্ভরশীল একটি সূত্র।

র‌্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক :

ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড, ফাঁকা গুলি বর্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত জাহিদ ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট