1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যায় সুমন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যা মামলার ২ নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১১ ও ফতুল্লা থানা পুলিশ।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব–১১-এর অফিসার মো. গোলাম মোর্শেদ জানান, “বিকালে ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ফতুল্লা থানা পুলিশের টিম আমাদের সঙ্গে ছিল।”

ফতুল্লা থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “আজ বিকালে আসামিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে র‍্যাব–১১ সহযোগিতা করেছে।”

ঘটনার পটভূমি

গত ৭ ফেব্রুয়ারি রাতে কাজ শেষে বাসায় ফেরেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন। ভোর পৌনে ৫টার দিকে তিনি প্রতিষ্ঠানটির সামনে ফিরলে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রেললাইন সংলগ্ন স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় দুই যুবককে দ্রুত সরে যেতে দেখার কথা জানান স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করে এবং সুমনসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়। মামলার গুরুত্বপূর্ণ আসামি সুমনের গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে নতুন অগ্রগতি আশা করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট