1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন

মেঘনায় দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলারডুবি : নিখোঁজ রানা ও শুভর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রনি সরদার (৩৪), বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রলার সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ তা পানিতে তলিয়ে যায়। এসময় ট্রলারে থাকা রানা ও শুভ তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে নৌ–পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।

আজ সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর দুপুরে মেঘনা নদীর তলদেশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়।

বৈদ্যেরবাজার নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, “মাঝ নদীতে অবস্থানকালে ট্রলারটি তলিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে শুক্রবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট