1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান

বন্দরে মসজিদ ও পাঞ্চায়েত কমিটি গঠনকে কেন্দ্র করে বৃদ্ধা কে পিটিয়ে জখমের ঘটনায় হামলাকারি আটক-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে আল আমিন জামে মসজিদ ও পাঞ্চায়েত কমিটির উন্নয়ন কাজে বাধাগ্রস্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠার অভিযোগ পাওয়া গেছে সাবেক কমিটির সভাপতি মোজাম্মেল ও কিশোর গ্যাং এর হোতা লুৎফর গং বিরুদ্ধে। এদিকে বন্দর আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি সভাপতি নাম ঘোষনা করাকে কেন্দ্র করে সাবেক কমিটির সভাপতি মোজাম্মেল ও কিশোর গ্যাং এর আশ্রয়দাতা লুৎফর গংরা ক্ষিপ্ত হয়ে মিল্টন (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বন্দর আমিন আবাসিক এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ আবু তালেব (৩৫) নামে এক হামলাকারিকে আটক করেছে। আটককৃত হামলাকারি আবু তালেব বন্দর ফাঁড়ী পুলিশের হেফাজতে রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে আল আমিন জামে মসজিদ কমিটির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া গনমাধ্যমকে আরো জানান, আমাদের কমিটি ৩ বছর মেয়াদী। গত ২০১৯ইং সালের ১৩ সেপ্টম্বর আমিন আবাসিক এলাকার বাড়িওয়ালাদের প্রত্যেক্ষ ভোটে মোজাম্মেল সভাপতি ও আমি সাধারন সম্পাদক পদে নিবার্চিত হই। আমি সাধারন সম্পাদক পদে নিবার্চিত হওয়ার পর থেকে বন্দর আমিন আবাসিক এলাকার কিশোর গ্যাং এর হোতা লুৎফরসহ একটি সন্ত্রাসী গ্রুপ আমাকে কোনঠাসা করে আমার পদ দখলের চেষ্টা করে। বখাটে লুৎফর আমার সাথে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে নিজেকে স্বঘোষিত সাধারন সম্পাদক হিসেবে জাহির করে। গত ১৩ সেপ্টম্বর ২০২২ইং সালে বন্দর আল আমিন জামে মসজিদ ও পাঞ্চায়েত কমিটির মেয়াদ শেষ হয়। এর ধারাবাহিকতায় গত শুক্রবার বন্দর আমিন আবাসিক এলাকার বাড়িওয়ালাদের সম্মতি ক্রমে বন্দরে শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়াকে সভাপতি পদে নিবার্চিত করা হয়। মসজিদের উন্নয়ন কাজে বাধাগ্রস্থ্য করার জন্য সাবেক সভাপতি মোজাম্মেল ও কিশোর গ্যাং এর হোতা লুৎফর বেশ তৎপর হয়ে উঠে।
এ ব্যাপারে বন্দর আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সদ্য সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া জানান, মসজিদ আল্লাহর ঘর। এলাকাবাসী খেদমত করার জন্য এখানে এসেছি। লুটপাট করতে না। আমি আমার সাদ্যমত চেষ্টা করব মসজিদে কিভাবে উন্নয়ন করা যায়। আমি অতি উৎসাহিত হয়ে কমিটিতে আসিনি। মসজিদের উন্নয়ন ও বন্দর আমিন আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য আমিন আবাসিক এলাকার বাড়িওয়ালারা আমাকে এখানে এনেছে। তিনি আরো বলেন,সাবেক কমিটির সভাপতি মোজাম্মেল ও তৎসময়ে পরাজিত সাধারন সম্পাদক লুৎফর বন্দর আমিন আবাসিককে একটি সন্ত্রাসী এর বিরুদ্ধে দর্ূনিতী অভিযোগ রয়েছে।
আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির উপদেষ্টা ও যুবলীগ নেতা খান মাসুদ জানান, বৃহত্তম আমিন আবাসিক এলাকাবাসী সম্মতি ক্রমে বন্দরে সমাজ সেবক আলহাজ্ব চাঁন মিয়াকে সভাপতি পদে নিবার্চিত করা হয়।
এ ব্যাপারে বন্দর ফাড়ী এএসআই মনির হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার রাতে আমিন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে হামলাকারি আবু তালেবকে আটক করে ফাঁড়ীতে আনা হয়। পরে বাদী ও বিবাদীদের মধ্যে আপোষ মিমাংশা করে শনিবার দুপুরে আটককৃত হামলাকারি আবু তালেবকে ফাঁড়ী থেকে ছাড়িয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট