
যুগের নারায়ণগঞ্জ:
‘মশার উৎসস্থল ধ্বংস করি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’—এই শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারণায় নেমেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। আগামী সাত কর্মদিবস এই প্রচারণা চলবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একযোগে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
নাসিকের মেডিক্যাল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশে এই অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন, “নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি এখনো নাজুক। নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব থাকায় আমরা সরাসরি প্রচারণায় নেমেছি। সকাল-বিকাল নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে।”
সিটি কর্পোরেশন সূত্র জানায়, সাত দিনব্যাপী এই প্রচারণা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিটি কর্পোরেশনের ঘোষণায় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, “ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা ও পরিবেশ পরিষ্কার রাখা। ঘরের ভেতর ও আশেপাশে জমে থাকা পানি, যেমন—ফুলের টব, ডাবের খোসা, পুরনো টায়ার, পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। প্রতি তিনদিন অন্তর এসব স্থান পরিষ্কার করতে হবে।”