1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সোমবার (২০ অক্টোবর) সংগঠনের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস এক যৌথ বিবৃতিতে বাংলা একাডেমির এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষের এবারের ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। একুশের বইমেলা শুধু বই বিক্রির স্থান নয়, এটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছে।

প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে আরও বলা হয়, “নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বা আইনশৃঙ্খলার অজুহাতে বইমেলা স্থগিত রাখার কোনো যৌক্তিকতা নেই। অতীতেও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কখনো বইমেলা বন্ধ হয়নি।”

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, একুশের বইমেলার সময়সূচি পরিবর্তনের ফলে বহু লেখক, প্রকাশক, পাঠক ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পরিকল্পনা ব্যাহত হবে। এটি কেবল সাংগঠনিক নয়, সংস্কৃতি ও জ্ঞানচর্চার ক্ষেত্রকেও সংকুচিত করবে।

তারা বলেন, “প্রয়োজনে নির্বাচনের দিন একদিন মেলা বন্ধ রাখা যেতে পারে, কিন্তু পুরো অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত বাংলা সাহিত্য ও মুক্তচিন্তার চর্চার ওপর আঘাত।”
বিবৃতিতে আরও বলা হয়, বইমেলাকে কেন্দ্র করে যে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক মিলনমেলা গড়ে ওঠে, তাকে ব্যাহত করার অপচেষ্টা চললে তা জনগণের সাংস্কৃতিক চেতনার পরিপন্থী হবে।

শেষে তারা আশা প্রকাশ করেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ মহান একুশের চেতনা ও প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য রক্ষায় সুবিবেচনার পরিচয় দিয়ে সিদ্ধান্তটি প্রত্যাহার করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট