1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

লেকে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের রাসেল পার্ক সংলগ্ন জিমখানা এলাকায় সিটি করপোরেশনের লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে স্থানীয়রা নগরীর জিমখানা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠান। এ সময় ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। পরিচয় শনাক্তসহ রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট