1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

মেয়েরা আজ সর্বক্ষেত্রে জয়ী-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

‘আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা বলে থাকি যে, মেয়েরা শুধু ঘর গোছাবে বা রান্না করবে। কিন্তু আজ দেখুন- মেয়েরা ইজিবাইক, গাড়ি, ট্রেন চালাচ্ছে; এমনকি পাইলট হিসেবেও কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের জয়জয়কার। মেয়েরা আজ সর্বক্ষেত্রে জয়ী।”

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে, কারণ এই দেশ আমাদের। আমাদের মেয়েরা কেন স্বপ্ন গড়তে পারছে না? সমস্যাটা কোথায়? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সমাজে নিজেদের স্বপ্ন দেখার সাহস তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।”

জেলা প্রশাসক আরও বলেন, “চ্যালেঞ্জ শুধু ছেলে-মেয়ের জন্য নয়, এটি সবার জন্যই সমান। আমরা নিজেরা কতটা প্রস্তুত, সেটিই মূল বিষয়। আমাদের কন্যা সন্তানেরা কোন পথে যাবে, সেটি আমরা কি সঠিকভাবে দেখাতে পারছি? যদি আমরা সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হই, তাহলে সমাজ থেকে ভুল চক্র ভাঙা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা যদি মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজকে আলোকিত করতে পারি, তাহলে আজকের এই প্রতিপাদ্য ‘স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ বাস্তবে রূপ নেবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নিসা, প্রোগ্রামার আঞ্জুমান আরা, এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার প্রমুখ।

আলোচনা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট