1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪: শামীম ওসমান বিহীন কাসেমীকে লড়তে হবে নিজ দলের প্রার্থীদের সাথে! বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব”

মুড়াপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

সরকারি মুড়াপাড় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোয়াইব আহমেদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন জেলার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান আলী।

মুহাম্মাদ আলী বলেন, “সরকারি মুড়াপাড়া কলেজ রূপগঞ্জ উপজেলার একমাত্র সরকারি কলেজ হওয়ায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের বিকল্প নেই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রæত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের।

মুহাম্মাদ রমজান আলী বলেন, “অতীতে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে অপরাজনীতি হয়েছে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হলে ছাত্র সংসদ নির্বাচন জরুরি।”

মানববন্ধনে বক্তারা দ্রæত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও তফসীল ঘোষণা করে ছাত্র সংসদ কক্ষ ও ভবনের সংস্কারসহ নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত, কলেজ কর্তৃপক্ষের সার্বিক তত্ত¡াবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট