1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

লিংক রোডে অচেতন নারী উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকে এক নারী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, ওই নারীর নাম জুলেখা আক্তার জুই। ২০ বছর বয়সী এ নারী সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার জুয়েল মিয়ার কন্যা।

ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা স্থানীয়রা জানান, শহরের চাঁদমারী থেকে একটি ইজিবাইকে ওঠেন ওই নারী। পরে ফতুল্লা স্টেডিয়ামের সামনে পৌঁছালে চালক তাকে অচেতন অবস্থায় দেখতে পান এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাকে হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, “স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার এক চাচাতো ভাই এসে তাকে নিয়ে যান। পরিবার সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাকে বাড়িতেই নজরে রাখা হতো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট