যুগেরনারায়ণগঞ্জঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বয়স্ক লোকটির পরিবারের সন্ধান চাই। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের এই বয়স্ক লোকটির নাম হাজি আইয়ুব আলী (৮০)।
গত রোববার ঢাকা পল্টন বাইতুল মোকারম মসজিদের সামনে অসুস্থ হয়ে পড়লে পল্টন থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করছে। চিকিৎসার পর আজ মঙ্গলবার লোকটির জ্ঞান ফিরেছে। লোকটি শুধু সোনারগাঁ মোগরাপাড়া বড়ো মাদ্রাসার সাথে তার বাড়ি.। তার ছেলেদের নাম সাইফুল, আলামিন, হৃদয়, এছাড়া সে আর কিছু বলতে পারে না। কেউ যদি এই লোকটিকে চিনে থাকেন তাহলে ঢাকা পল্টন থানা এস আই শরীফ মোবাইল ০১৭৮৪৭৭৪৬২৪।
সোনারগাঁ থানা এস আই মোস্তাফিজ মোবাইল- ০১৮৪২৭৮৮৭৪৪ >যোগাযোগ করুন।