1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

প্রতারণা মামলায় মহাদেব চন্দ্র সাধু ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতারণা মামলায় গ্রেফতারকৃত মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এ আদেশ দেন। শুনানির পর আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার এফআইআর নং-৩১, তারিখ ২১ আগস্ট ২০২৫ এর সূত্রে জানা যায়, মহাদেব চন্দ্র সাধু প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন ভুয়া এনআইডি, ভিজিটিং কার্ড ও ব্যবসায়ীক পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার মালামাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার প্রতিষ্ঠান “রাহাবার এগ্রো” থেকে বিশ্বাস অর্জনের মাধ্যমে আসামি ও তার সহযোগীরা প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ দেশি-বিদেশি কৃষি উপকরণ গ্রহণ করেন। কিন্তু টাকা পরিশোধ না করে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যাংক একাউন্টে অর্থ স্থানান্তর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক দেওয়ান সাহিন জামান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা প্রতারণা চক্র হিসেবে সক্রিয় ছিল। তারা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে একের পর এক প্রতারণা চালিয়েছে। আসামি মহাদেব চন্দ্র সাধুর পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্টেও আত্মসাৎকৃত অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এ চক্রটি শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ও মালামাল হাতিয়ে নিয়েছে। মামলার মূল রহস্য উদঘাটন ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করার জন্য পুলিশ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান এর সত্যতা জানিয়ে বলেন, প্রতারণা মামলায় পুলিশ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়, আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট