1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

মুক্তিযোদ্ধা সংসদের ১২নং ওয়ার্ড কামান্ড কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতির গর্ব দেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সৈনিক মুক্তিযোদ্ধাদের জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কাজ করার লক্ষ্যে ও সার্বিক কল্যাণার্থে মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়। এরই ধারাবাহিকতায় নাসিক ১২নং ওয়ার্ড কমান্ডের ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা মহাব্বত হাসেমকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক- বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুর হোসেন মোল্লা ও সদস্য সচিব- বীর মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী নাসিক ১২নং ওয়ার্ড কমান্ড কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এ বি এম শাহ্ আলম এবং বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, এই আহ্বায়ক কমিটি নাসিক ১২নং ওয়ার্ড কমান্ডের অন্তর্ভুক্ত সকল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কল্যাণে কাজ করবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ প্রস্তুতি নেবে। নতুন কমিটি ঘোষণা হওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২নং ওয়ার্ড কামান্ডের মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট