1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষক লী‌গের নতুন ক‌মি‌টি‌র বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা‌নি‌বেদন অনুষ্ঠিত।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ বাংলা‌দেশ আওয়ামী কৃষক লী‌গের ৫১ তম প্র‌তি‌ষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষক লী‌গের নতুন ক‌মি‌টি‌র নেত্ববৃন্দ বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা‌নি‌বেদন করেন।
বুধবার (১৯ এ‌প্রিল) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যাল‌য়ে বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা‌নি‌বেদন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষক লী‌গের আহ্বায়ক ক‌মি‌টি‌তে যুক্ত হ‌লেন যারা, নারায়ণগঞ্জ জেলা কৃষক লী‌গের আহ্বায়ক এড. ওয়া‌জেদ আলী খোকন, সদস্য স‌চিব শাহ জামাল, মহানগর কৃষক লী‌গের আহ্বায়ক কবির হো‌সেন, সদস্য স‌চিব আবু সু‌ফিয়ান (লে‌লিন), নারায়ণগঞ্জ জেলা কৃষক লী‌গের যুগ্ম আহ্বায়ক ক‌রিম আহ‌মেদ, এ‌বিএম কামরুজ্জামান, মহানগর কৃষক লী‌গের যুগ্ম আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম, জা‌কির হো‌সেন, দিক্বী বিজয় মন্ডল, মহানগর কৃষক লী‌গের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য জ‌সিম উদ্দিন, আলী আকবর খান, আব্দুস সালাম, রনু লাল নন্দি প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট