1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঘুরে ভূইগড় বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে নেতারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

র‌্যালির আগে স্বাগত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আজকের এই র‌্যালিতে সবই আছে, শুধু একটি অভাব রয়ে গেছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শূন্যতা অনুভব করছি। তিনি এখনো দেশে আসতে পারেননি। তারেক রহমানের নেতৃত্বে এই ক্ষতবিক্ষত বাংলাদেশ নতুন করে গড়তে চাই।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মাশুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবীর মামুন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট