যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার আলীগঞ্জ এলাকাটি মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। আলীগঞ্জসহ আশে পাশের এলাকায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরনঘ্যাতি ইয়াবা। দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকার রুহুল আমিন ওরফে গুটি রুহুল ও তার ভায়রা বায়োজিদ এবং গুটি রুহুলের বৌ রিনার নেতৃত্বে চলছে উক্ত এলাকার ইয়াবা ব্যবসা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ফতুল্লার আলীগঞ্জ, শিবু মার্কেট, তক্কারমাঠ এবং শিয়ারচর এলাকায় খুঁচরা ব্যবসায়ীদের মাধ্যমে তাদের ইয়াবা সিন্ডিকেট।
এদিকে, দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসলেও সর্বদাই রয়ে যাচ্ছে উক্ত মাদক ব্যবসায়ীরা ধরা ছোয়ার বাইরে৷ তাই উক্ত এলাকাকে মাদকমুক্তসহ তরুন যুব সমাজকে রক্ষার্থে মাদক ডিলার গুটি রুহুল ও তার বায়রা বায়োজিদ এবং মক্ষিরানী রিনা বেগমকে গ্রেপ্তার দাবি করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার এসহাক মিয়ার ছেলে রুহুল আমিন ওরফে গুটি রুহুল ও তার বৌ রিনা বেগমের নেতৃত্বে চলছে ফতুল্লার আলীগঞ্জ এলাকার ইয়াবা ব্যবসা। ফতুল্লার আলীগঞ্জসহ আশে পাশের এলাকার খুঁচরা ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিদিন শত শত পিচ ইয়াবার পাইকারী ও খুঁচরা ব্যবসা চালিয়ে আসছে এ দম্পত্তি। মূলত, গুটি রুহুল তার বৌ মক্ষি রানি রিনা বেগমের মাধ্যমে ফতুল্লার বিভিন্ন এলাকার খুঁচরা ব্যসায়ীদের কাছে ইয়াবা সরবরাহ করে থাকে। এমনকি, গুটি রুহুলের বৌ রিনা বেগম আলীগঞ্জ এলাকায় ফ্লাট বাসার মাধ্যমে পতিতা ব্যবসারও অভিযোগ রয়েছে। আর ফ্লাট বাসায় থাকা বিভিন্ন মেয়েদের দিয়ে ব্ল্যাকমেইলিংয়েরও অভিযোগ রয়েছে গুটি রুহুল এবং তার বৌ মক্ষি রানী রিনা বেগমের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে উক্ত ব্যবসায়ীদের ইয়াবার ছোবলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় যুব সমাজ। এদিকে, সন্তানদের অনিশ্চিত ভবিষত্যের কথা ভেবে আতংকে দিনািপাত করছে সাধারন অভিভাবকগন। তাই এলাকাকে মাদকমুক্তসহ যুব সমাজকে রক্ষার্থে উক্ত মাদক ব্যবসায়ী গুটি রুহুল এবং মক্ষি রানী রিনা বেগমের গ্রেপ্তার দাবি করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, উক্ত ব্যবসায়ীদের পাইকারী ইয়াবা সরবরাহ করে আসছে গুটি রুহুলের বায়রা বায়োজিদ। টেকনাফ এবং ইন্ডিয়ান বর্ডার থেকে হাজার হাজার পিচ ইয়াবা আলীগঞ্জে প্রবেশ হচ্ছে এই ইয়াবা ডিলার বায়োজিদের মাধ্যমে। মূলত, ইয়াবা ডিলার বায়োজিদের লাগাম টেনে ধরতে পারলেই আলীগঞ্জসহ আশে পাশের এলাকায় ৮০ ভাগ ইয়াবা নিয়ন্ত্রন করা সম্ভব। তাই মাদক ব্যবসায়ী রুহুল এবং তার বৌ মক্ষি রানী রিনা বেগমের পাশাপাশি ইয়াবা ডিলার বায়োজিদকেও গ্রেপ্তার দাবি করেছেন এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, আমরা সর্বদাই মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি এমনকি মাদক বিরোধী অভিযানও পরিচালনা করে আসছি। দ্রুত সময়ের মধ্যে আলীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী রুহুল আমিন এবং তার বৌ মক্ষি রানী রিনা বেগমসহ ইয়াবা ডিলার বায়োজিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।