1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

প্রেম করে বিয়ের ৭ মাসের মাথায় তরুণীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার।

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

ফতুল্লাপ্রতিনিধিঃ ফতুল্লায় প্রেম করে বিয়ে করার সাত মাস পর স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে স্বপ্না (১৯) নামের এক তরুনী আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহত তরুনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্নহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী রিয়াদ হাসান ফাহিম(২০) কে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত রিয়াদ হাসান ফাহিম রংপুর জেলার মাহিগঞ্জ থানার পশ্চিম খাসবাগের মোঃ মজিদুল ইসলামের পুত্র।
এ বিষয়ে নিহতের বাবা আশরাফুল বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় নিহতের স্বামী কে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
নিহত স্বপ্না ফতুল্লা মডেল থানার মাসদাইর গাইবান্ধা বাজার খানকা মোড়ের জব্বারের বাড়ীর ভাড়াটিয়া আশরাফুলের মেয়ে।
মামলায় উল্লেখ্য করা হয়, নিহত স্বপ্না ও গ্রেফতারকৃত রিয়াদ হাসান ফাহিম প্রেম করে সাত মাস পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা থানার হরিহর পাড়া আমতলাস্থ মাওলানা সানাউল্লাহ বাড়ীর নিচতলার দক্ষিন পার্শ্বের ফ্ল্যাটে ভাড়ায় বসবাস সহ নিহতের স্বামী স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করে আসছিলো।
বিয়ের পর থেকে সামান্য কিছুতেই নিহত কে মারধর করতো রিয়াদ হাসান ফাহিম। সোমবার দুপুর দুইটার দিকে নিহত স্বপ্না ও তার স্বামীর মাঝে পারিবারিক বিষয়াবলী নিয়ে ঝগড়া হয়।
এক পর্যায়ে নিহত স্বপ্না পিত্রালয়ে চলে যেতে চাইলে তার স্বামী বলে যে বাসা থেকে যেতে হলে একেবারে চলে যেতে হবে তাছাড়া সে মরে না কেনো বলে ধিক্কার জানায়৷ এতে করে স্বপ্না দুপুর তিনটা থেকে বিকেল পাচটার মধ্যে কোন এক সময়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, আত্নহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত আসামী নিহতের স্বামী কে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট