1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ দাবি বাস্তবায়নে আগামী ১৩ ও ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা শাখার নবম সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ আগস্ট) জেলা কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা।

সভায় সর্বসম্মতিক্রমে ৮টি উপকমিটির সমন্বয়ে ১০১ সদস্যবিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে ফারহানা মানিক মুনাকে। যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান, সদস্য সচিব সৌরভ সেন এবং যুগ্ম সদস্য সচিব সৃজয় সাহা।

কর্মীসভায় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সূচনা হয়েছিল তা আজ নতুন প্রেক্ষাপটে আবার দানা বেঁধেছে। কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক রূপান্তরের অভাবে গুণগত পরিবর্তনের দ্বার উন্মুক্ত হয়নি। আমরা বলতে চাই, শুধুমাত্র কথিত সংস্কারের বুলি দিয়ে ছাত্র সমাজকে আর বিভ্রান্ত করা যাবে না। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তই আমাদের লক্ষ্য।”
সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ক্যাম্পাসগুলোকে পরিকল্পিতভাবে রাজনীতি শূন্য করে রাখা হয়েছে। এর সুযোগে অগণতান্ত্রিক শক্তি আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, এম ডাব্লিউ কলেজ, কদম রসুল কলেজসহ সব প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। পাশাপাশি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের দাবি।”

এছাড়া সাংগঠনিক, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থ, প্রচার, ডিজিটাল, ব্যবস্থাপনা, দলিল-দস্তাবেজ ও আপ্যায়ন বিষয়ে উপকমিটি গঠন করা হয়েছে।

সাংগঠনিক উপকমিটির (অঞ্চল) আহবায়ক শাহিন মৃধা ও সদস্য সচিব স্বপ্নিল শোভন। সাংগঠনিক উপকমিটির (শিক্ষা প্রতিষ্ঠান) আহবায়ক মুন্নি আক্তার প্রত্যাশা, সদস্য সচিব শেখ সাদি আহমেদ, যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার। অর্থ উপকমিটির আহবায়ক মৌমিতা নূর, সদস্য সচিব অনামিকা চৌধুরি, যুগ্ম সদস্য সচিব শান্ত চক্রবর্তী। প্রচার উপকমিটির আহবায়ক অপূর্ব রায় ও সদস্য সচিব মুক্ত শেখ। ডিজিটাল উপকমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌস নিসা ও সদস্য সচিব রাইসা ইসলাম। ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক সিয়াম সরকার ও সদস্য সচিব শফিক উদ্দিন শিপন। দলিল-দস্তাবেজ উপকমিটির আহবায়ক ইউশা ইসলাম ও সদস্য সচিব তাইরান আবাবিল রোজা। আপ্যায়ন উপকমিটির আহবায়ক মাহাদি হাসান ও সদস্য সচিব আফসানা আহমেদ।

১৩ সেপ্টেম্বর (শনিবার) উদ্বোধনী সমাবেশ ও সম্মেলন অধিবেশ ও ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) কমিটি পরিচিতি সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট