
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ১ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী হান্নান মিয়া বাদী হয়ে ৭ জনে নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামের কাঠের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নান মিয়া দীর্ঘদিন যাবত কাঠের ব্যবসা করে আসছেন। সম্প্রতি উপজেলা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মুজাহিদ মল্লিককের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী রহিম মিয়া একটি সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করায় রহিম মিয়া, সোবাহান, তারা মিয়া, তানভীর, গাফফার আরাফাত, লিয়নসহ ৩০/৪০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী হান্নান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িসহ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় বাধা দেওয়ায় হান্নানের ছেলে মেহেদিকে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, চাঁদার টাকা না দেওয়ায় রহিম ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করে।
বাধা দেওয়া আমার ছেলেসহ ৫ জনকে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা জানান,রহিম মিয়া গত ৫ আগষ্টের পর থেকেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। বিভিন্ন সময় তার নেতৃত্বে ব্যবসা-প্রতিষ্ঠান ও ওই এলাকায় গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ দিতে না চাইলেই রহিম তাদের বাড়িঘর ও ব্যবসা- প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট করেন। জামপুরবাসী মুজাহিদ মল্লিকের পিএস এর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ। আমরা এই নেতা আর তার পিএস এর অত্যাচার থেকে মুক্তি চাই।
এ বিষয়ে আল-মুজাহিদ ও তার পিএস এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) রাশেদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।