1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

দিনাজপুরে মধু উৎপাদনে সম্ভাবনাময় হওয়ায় দিন দিন বেড়েছে মৌখামারির সংখ্যা। তারা নিচ্ছেন হাতে কলমে প্রশিক্ষণও।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

মোঃজাহিদহোসেনঃদিনাজপুরে মধু উৎপাদন সম্ভাবনাময় হওয়ায় দিন দিন বেড়েছে মৌখামারির সংখ্যা। তারা নিচ্ছেন হাতে কলমে প্রশিক্ষণও। দিনাজপুরে ব্যাপক লিচু বাগান থেকে উৎপাদিত মধু কর্মসংস্থান সৃষ্টিতে মাইলফলক দৃষ্টান্ত রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে কর্মসংস্থান সৃষ্টিতে ৪১ জন যুবককে মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর।
ওই প্রশিক্ষণে হাতে কলমে মৌপালন বিষয়ক প্রশিক্ষণও নিচ্ছেন তারা। প্রশিক্ষণটি আগামী ৩০এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
যুব সংগঠন আলোর পথে জাগো যুব, দিনাজপুরের সহযোগিতায় দিনাজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করে।
এমবিএফ হানি ফার্মের সত্ত্বাধিকারী মোসাদ্দেক হোসেন প্রশিক্ষণার্থীদের হাতে কলমে এই প্রশিক্ষণটি প্রদান করছেন।
এ ব্যাপারে মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুরের যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে মৌ পালন ও মধু উৎপাদন কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখতে পারে। ব্যাপক মধু উৎপাদনে দিনাজপুরকে মধু জেলায় রূপান্তর করা যেতে পারে। তারই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রমটি আয়োজন করা হয়েছে।
দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ রওনাকুল ইসলাম জানান, লিচু বাগান থেকে উৎপাদিত মধু দিনাজপুরে কর্মসংস্থান সৃষ্টিতে মাইলফলক দৃষ্টান্ত রাখতে পারে।
তারই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তর মধু উৎপাদন কার্যক্রমকে সম্প্রসারণে প্রশিক্ষিত যুব মোসাদ্দেক হোসেনের সহযোগিতায় যুবদের হাতে কলমে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট