1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি সর্বত্র সমালোচনা: জোড়া খুনের চার্জশিটভুক্ত আসামির গলায় মাসুদের ফুল দিয়ে মালাবদল যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

টানা বর্ষণে নারায়ণগঞ্জ নিম্নাঞ্চল পানির নিচে, মারাত্মক দুর্ভোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল পানিতে ডুবে গিয়ে মারাত্মক দুর্ভোগ দেখা দিয়েছে। শহরের প্রধান সড়ক ও সংযোগ সড়ক তলিয়ে আছে পানিতে।

এছাড়া ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিটি রাস্তা-ঘাট, অলি-গলি হাঁটুসমান পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন বাসাবাড়ি এমনকি মসজিদের ভিতরে পানি ঢুকেছে, যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

মসজিদে পানি ঢোকার কারণে মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না।

সরেজমিনে মসজিদটি ঘুরে এবং মুসুল্লিদের সাথে কথা বলে জানা যায়, গত দু’দিনের টানা বৃষ্টিতে মসজিদের নিচতলায় পানি উঠে গেছে। ফলে নিচতলায় নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা। শুধু তাই নয়, মসজিদে প্রবেশের রাস্তা কোমর সমান পানি নিচে তলিয়ে গেছে। বৃষ্টিতে ভরে যাওয়া ড্রেন থেকে উঠে আসা নোংরা পানি দিয়ে মসজিদে আসা সম্ভব হয়ে উঠছে না মুসুল্লিদের।

ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড় এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ভ্যানগাড়ি। এলাকাবাসীর অভিযোগ, সামান্য পথ পাড়ি দিতেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আরেকটু পানি বৃদ্ধি পেলে নৌকা ছাড়া চলাচল অসম্ভব হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ভোগান্তি চরমে পৌঁছাবে। পায়ে হেঁটে চলা তো দূরের কথা মোটরচালিত রিকশা, মিশুকও চলাচল করতে পারছে না রাস্তা দিয়ে।

স্থানীয়দের অনেকেই ক্ষোভ থেকে বলেন, ‘সরকার পরিবর্তন হয় ঠিকই কিন্তু লালপুর-পৌষাপুকুর এলাকাবাসীর ভাগ্য পরিবর্তন হয় না। ১৬ বছর যাবৎ কোনো সংস্কার নেই এ এলাকায়। যত দিন যাচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি ততই বাড়ছে। এই এলাকার সংস্কার যে কবে হবে একমাত্র আল্লাহ জানে। এখন আমরা প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এই লালপুরের ড্রেনগুলো ও রাস্তা দ্রুত সংস্কার করে লালপুরবাসীর ভোগান্তি লাঘব হবে। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার ও পাম্পকে সচল করে জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে। তাই অন্যান্যবারের তুলনায় এবার জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়নি। কিন্তু গত দু’দিনের টানা বৃষ্টিতে এলাকার রাস্তা, বাড়িঘরসহ মসজিদেও পানি ঢুকেছে।

স্থানীয় ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন জানান, ‘রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও শাহ আলম সাহেবের অর্থায়নে সচল হওয়া তিনটি পাম্প একযোগে চালু করা হয়েছে। কিন্তু বৃষ্টির কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। এভাবে আরো কয়েক ঘণ্টা বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নিবে। আল্লাহই এখন আমাদের একমাত্র ভরসা। তিনিই পারেন লালপুর-পৌষাপুকুর পাড় এলাকাবাসীকে এ বিপদ থেকে রক্ষা করতে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট