1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

বিদ্যানিকেতন হাই স্কুলে মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের দেওভোগ ভূঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে স্কুল মাঠে ছাত্র, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক দিবসের অনুষ্ঠান শুরু করে। পরে স্কুলের শিক্ষার্থীরা কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করে। এরপর বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট