1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিবের শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাইরুল ইসলাম সজিব ঢাকার রাজপথে মিছিলের মাধ্যমে উপস্থিত হন।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই মতিঝিল শাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী লাল টুপি পরে, হাতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে পৌঁছান। দুপুর নাগাদ পুরো এলাকা মুখর হয়ে ওঠে তরুণদের পদচারণায়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট