1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

এনসিপি’র কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের চার নেতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়েছে। গত ১৬ মে শুক্রবার রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে নারায়ণগঞ্জের চারজন তরুণ নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। সোনারগাঁয়ের তুহিন মাহমুদ পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব, রূপগঞ্জের ইয়াছিন আরাফাত হয়েছেন সিনিয়র সংগঠক। এছাড়া ছাত্রনেতা নিরব রায়হান ও রূপগঞ্জের সাইফুল ইসলাম রোমান পেয়েছেন সংগঠকের দায়িত্ব।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছাত্রনেতা নিরব রায়হান বলেন, “আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটি আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, তাই এটি আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ ও গর্বের বিষয়। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি—যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না শোষণ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত চারজনের মধ্যে আগে থেকেই ভালো বোঝাপড়া রয়েছে। আমরা একসাথে কাজ করবো এবং নারায়ণগঞ্জের যুব সমাজকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবো ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট