1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান

মে দিবসে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের লাল পতাকা মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মে দিবস উপলক্ষে গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা কমিটি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি দুলাল সাহা।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা ঘোষণা করতে হবে। কারখানাভিত্তিক রেশন চালু, শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব আইন বাতিলের দাবি জানান তারা। একইসাথে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, শ্রমিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, ছাঁটাই ও নির্যাতন বন্ধ, সকল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনেরও জোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের আইনগত ছুটি দিতে হবে, বিনা পারিশ্রমিকে কাজ করানো বন্ধ করতে হবে। মাতৃত্বকালীন ছুটি ৬ মাস (বেতনসহ) করতে হবে এবং নারী শ্রমিকদের প্রতি নিপীড়ন বন্ধ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন: আ. হাই শরীফ, বিমল কান্তি দাস, জাকির হোসেন, সৈয়দ মোফাজ্জল হক, মো. রাকিব হোসেন, এ কে এম আনিসুজ্জামান, মৈত্রী ঘোষ, আলমগীর হোসেন, মো. তাইজুল ইসলাম, রওশনারা বেগম, মো. রাব্বি মিয়া প্রমুখ।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট