1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ইমামের বিরুদ্ধে মসজিদের দানবাক্সের টাকা নিয়ে পালানোর অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কুড়িপাড়া খোদাইবাড়ি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে মসজিদের ইমাম মুফতি ফারুকের বিরুদ্ধে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, চার মাস আগে মুফতি ফারুককে ইমাম হিসেবে নিয়োগ দেয় মসজিদ কমিটি। নিয়োগের পর থেকেই বিভিন্ন বিষয়ে তিনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তার মিথ্যা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজকে সমাজচ্যুত করা হয়।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিন আগে গভীর রাতে মসজিদের দানবাক্স ভেঙে টাকা বের করে ভোররাতে পালিয়ে যান মুফতি ফারুক। পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনার দৃশ্য ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (১০ এপ্রিল) এলাকাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদল বলেন, “ঘটনাটি সত্য। আমরা তার সিভি নিলেও তা যথাযথভাবে যাচাই-বাছাই করিনি। এটা আমাদের বড় ভুল হয়েছে।”

এ ঘটনায় আজ শুক্রবার (১১ এপ্রিল) মসজিদে এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট