1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বন্দরে বাজার দখল কে কেন্দ্র করে গুলিবিদ্ধ চেয়ারম্যান পূত্রের মৃত্যু, মুল হোতারা বহাল তবিয়তে।

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে বাজার দখলে নিতে পিজা শামীম বাহিনীর গুলিবর্ষণে গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যান পূত্র মঈনুল হক পারভেজ চিকিৎসাধিন অবস্থায় ১৯ দিন পর মারা গেছেন। হাসপাতাল থেকে গতকাল বুধবার ভোরে ফেরাজিকান্দা নিজ বাড়িতে আনার পর তার মৃত্যু হয়েছে। নিহত মঈনুল হক পারভেজ নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম রাইছুল হকের ছেলে।
গত ১৬ মার্চ দুপুরে ফেরাজীকান্দা এলাকায় বাজার দখলে নিতে শহরের সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে হোন্ডা বাহিনী এলোপাথারি গুলিবর্ষণ করলে জমির মালিক মঈনুল হক পারভেজ(৪২) গুলিবিদ্ধ হয়। এসময় সন্ত্রাসীদের দারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী সুমা আক্তার(৩০) ও বৃদ্ধা মা মাফুজা বেগম(৫৮) গুরুতর আহত হয়েছিলেন।
নিহতের পারভেজের মা মাফুজা বেগম জানান, আমাদের নিজস্ব সম্পত্তি দখলে নিতে এসে ি ওইদিন কিছু বুঝে উঠার আগেই গুলিতে আহত হয়ে লুটে পড়ে আমার ছেলে পারভেজ। ফিল্ম স্টাইলে রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে বাসায় ঢুকে পিজা শামীমের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী। ঘটনার ১৯ দিন পর আমার ছেলের মৃত্যু হয়। কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসী পিজা শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বন্দর থানার অসিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, পারভেজ মারা গেছে শুনেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষে কেউ অভিযোগ দায়ের করেন নি। তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট