1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

নরসিংদী মেহেরপাড়া ইউপি সদস্য আতাউর ৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার।

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউনিয়ন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছালে খুশিতে তারা মিষ্টি বিতরণ করে।
গ্রেপ্তারকৃত আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
স্থানীয়রা জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিস্ট। তার ক্ষমতার দাপটের কারণ কেউ কথা বলতে পারে না।
স্থাসীয়রা বাসিন্দা মো: ইমতিয়াজ রহমান বলেন, সে ইউপি সদস্যের ধাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি । তাকে পুলিশ গ্রেপ্তারের খবর পেয়ে আমরা মিষ্টি বিলিয়েছি ইউনিয়নে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, তাকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট