বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রতি বছরের মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে প্রথমবারের মত ৬ মার্চ ২০২৩ তারিখে আর্থিক সাক্ষরতা দিবস পালিত হয়। এবারের আর্থিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি’ করা। এছাড়াও জনগনকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস, আর্থিক জালিয়াতি, ভোক্তা সুরক্ষা উন্নতকরণ ইত্যাদি বিষয়সমূহ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এলক্ষ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন সার্কেল, আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন প্রদর্শন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকটির ওয়েবসাইটে শুভেচ্ছাবাণী প্রদান করেছেন। এতে তিনি উল্লেখ করেন, “নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল শিক্ষার্থীসহ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক পণ্য/সেবা পৌঁছে দেবার মাধ্যমে দেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ও বাংলাদেশ ব্যাংক এর তৃতীয় পঞ্চবার্ষিক (২০২০-২০২৪) কৌশলগত পরিকল্পনার লক্ষ্য অর্জনে রাষ্ট্রায়াত্ত অগ্রণী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।” এছাড়া সকল স্তরের মানুষের মধ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা সৃষ্টির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।