1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ: মহিলা কলেজে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

Led04
শিক্ষা
স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ: মহিলা কলেজে বিক্ষোভ
নিউজ রুম০৪
ফেব্রুয়ারি ২৭, ২০২৫
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে একই কলেজে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চাষাঢ়ায় অবস্থিত সরকারি মহিলা কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি ও শহরে মিছিল হয়।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি কোনো টালবাহানা নয়, ধর্ষণের শিকার হওয়া আমাদের সহপাঠীর জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যে যত প্রভাবশালী হোক না কেন, অপরাধীর বিচার হতে হবে। নারায়ণগঞ্জের নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিদিন আমরা রাস্তায় বের হই, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না।

বিক্ষোভে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, মহিলা কলেজের শিক্ষার্থী সাদিকা ইসলাম ইরিন, সাবরিনা মেহজাবীন, লাবণী আক্তারসহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লায় এক শিক্ষার্থীকে তার স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার ৮ দিন পর গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মামলা রেকর্ড ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট