1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেভিল হান্ট অভিযান: মহানগর আওয়ামীলীগ নেতা রবিউল গ্রেপ্তার বন্দরে স্বামীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামী আটক ফতুল্লায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার টাকা–টিকিট–পিছু হটা : নারায়ণগঞ্জ-৫ এ বিএনপির প্রার্থী বিপর্যয় আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ৮ দাবিতে কৃষি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন র্যাব-১১ এর অভিযান: হাদির উপর ব্যবহৃত পিস্তলসহ গ্রেফতার ১ নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত-স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষ, আহত ২ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও ওসমান পরিবারকে গ্রেপ্তার দাবি

জেলা পরিষদের দুর্নীতিবাজ রেজাউল ও তার স্ত্রীর বিপুল সম্পদ ক্রোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুর্নীতিবাজ প্রধান সহকারী রেজাউল করিম (সাময়িক বরখাস্ত) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিপুল পরিমাণ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ দম্পতির সম্পদ রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর জেলায়।

দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন নারায়ণগঞ্জর সিনিয়র স্পেশাল জজ আবু শামীম আজাদ। এ বিষয়ে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেজাউল করিমের নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি উত্তরপাড়া এলাকায় পৃথক দুই দাগে ৯ শতাংশ জমি, ফতুল্লার দেলপাড়া এলাকায় ৩ দশমিক ৭৫ শতাংশ জমিতে একটি পাঁচ তলা ভবন, রাজধানীর কদমতলীর মাতুয়াইলে ৩ দশমিক ৭৫ শতাংশ জমি। মাতুয়াইলে পৃথক আরেক দাগে ১২৫ অযুতাংশ জমিতে একটি পুরাতন ভবন রয়েছে। এ ভবনটি তার ছেলের নামে হেবা হিসেবে দান করা আছে।

এছাড়া, খিলগাও মেরাদিয়া এলাকায় ৮২ দশমিক ৮০ অযুতাংশ ভিটা জমি, সাভারের বিরুলিয়ায় দ্বিতীয় স্ত্রীর ছেলে আকাশের নামে ৫ শতাংশ জমি, চাঁদপুর দক্ষিণ মতলবের নারায়ণপুরে ৬ শতাংশ জমি, মতলব উত্তরে ৫২ শতাংশ জমি রয়েছে।

অন্যদিকে স্ত্রী সাবিনা ইয়াসমিন নামে ফতুল্লার দেলপাড়া এলাকায় ৩ দশমিক ৭৫ শতাংশ জমিতে একটি পাঁচ তলা ভবন এবং পৃথক দাগে ৪ শতাংশ জমি, চাঁদপুর দক্ষিণ মতলবের নারায়ণপুরে ৬ শতাংশ জমি, দক্ষিণ মতলব পৌরসভা এলাকায় ১৫ শতাংশ জমি, রাজধানী ঢাকা উত্তরার রানাভোলা এলাকায় লিজিং ক্রিস্টাল নামক একটি ১৪তলা ভবনে ১৬৪০ বর্গফুটের একটি ফ্লাট, গাজীপুরের ইহাটা এলাকায় ৩ দশমিক ৮ শতাংশ রয়েছে।

২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান সহকরী রেজাউল করিমের বিরুদ্ধে ৭৮ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ আত্মসাৎকৃত অর্থ ফেরত নেয়ার পাশাপাশি চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়। এ সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুদক সূত্রে জানা যায়, ২০০১ সালের মুন্সিগঞ্জ জেলা পরিষদে উচ্চমান সহকারী পদে যোগদান করেন রেজাউল করিম। যোগদানের ২৪ দিনের মাথায় বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদে যোগদান করেন এবং দীর্ঘদিন নারায়ণগঞ্জে কর্মরত আছেন।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, চাকরি নেয়ার প্রায় ১৭ বছর পর সার্টিফিকেট জমা না দিয়ে মুন্সিগঞ্জ জেলা পরিষদে চাকরি নিয়েছিলেন রেজাউল করিম। এরপর প্রতারণা করে মুন্সিগঞ্জ জেলা পরিষদে উচ্চমান সহকারী পদে চাকরি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর টাকা আত্মসাতের অভিযোগে রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর উপসহকারী পরিচালক মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন। দুদকের ওই মামলায় বেশ কিছুদিন জেলহাজতেও ছিলেন রেজাউল করিম।

যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজাউল করিমের মুঠোফোনে বলেন, ‘সম্পত্তি ক্রোকের কোনো নোটিশ আমি পাইনি। এ বিষয়ে আমি কিছু জানি না। সুতরাং কোনো মন্তব্য করতে চাই না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট