1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেভিল হান্ট অভিযান: মহানগর আওয়ামীলীগ নেতা রবিউল গ্রেপ্তার বন্দরে স্বামীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামী আটক ফতুল্লায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার টাকা–টিকিট–পিছু হটা : নারায়ণগঞ্জ-৫ এ বিএনপির প্রার্থী বিপর্যয় আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ৮ দাবিতে কৃষি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন র্যাব-১১ এর অভিযান: হাদির উপর ব্যবহৃত পিস্তলসহ গ্রেফতার ১ নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত-স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষ, আহত ২ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও ওসমান পরিবারকে গ্রেপ্তার দাবি

সিপিবির পদযাত্রা-সমাবেশে গণতন্ত্র ও ন্যায্যতার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি ২নং রেলগেট, ডিআইটি, সিটি কর্পোরেশন ও নিতাইগঞ্জ মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং মোড়ে মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

শহর কমিটির সভাপতি আ. হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সদস্য দুলাল সাহা, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, সুজয় রায় চৌধুরী বিকু, শোভা সাহা, শিশির চক্রবর্তী, ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত কুমার দাস এবং শহর কমিটির সদস্য সজীব শরীফ।

নেতৃবৃন্দ বলেন, “স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের আমলে পরিবারতন্ত্র ও গোষ্ঠীতন্ত্রের শাসনে দেশের মানুষ জিম্মি ছিল। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আপাতত এই অবস্থা থেকে মুক্তি মিললেও স্থায়ী সমাধান এখনো হয়নি। নতুন সরকারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট-কর বৃদ্ধি করেছে এবং বাজার সিন্ডিকেটকে রক্ষা করছে।”

তারা আরও বলেন, “অগণতান্ত্রিক পরিবেশের কারণে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।”

সমাবেশে মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেতারা বলেন, “দেশের কৃষকরা ফসলের লাভজনক দাম পাচ্ছে না। শ্রমিকরা কাজের নিশ্চয়তা ও ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে।”

নেতৃবৃন্দ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”

২১ জানুয়ারি থেকে শুরু হওয়া সিপিবির দেশব্যাপী পদযাত্রা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই কর্মসূচি গণতন্ত্র প্রতিষ্ঠা, সামাজিক ন্যায্যতা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট