1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ’পুনঃভর্তির’ নামে অর্থ আদায় বন্ধের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রাথমিক-মাধ্যমিক স্কুলগুলোতে প্রতি বছর পুন:ভর্তি বাতিলের দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।

বিবৃতিতে সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “শিক্ষা মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি অংশ এবং রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব হলো সকল নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করা। তবে শিক্ষাখাতের বাণিজ্যিকীকরণের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার সুযোগ ক্রমাগত সংকুচিত হচ্ছে। প্রতিবছর শিক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ‘পুনঃভর্তির’ নামে অযৌক্তিক অর্থ আদায় করছে। একই শিক্ষার্থীকে বারবার একই প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য করা শুধু অযৌক্তিক নয়, এটি পরিবারের আর্থিক সক্ষমতায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।”

তিনি আরও বলেন, “অতিরিক্ত মাসিক বেতন আদায়ের ফলে অনেক শিক্ষার্থী অর্থনৈতিক চাপে পড়ে যাচ্ছে এবং তারা ঝরে পড়ছে। শিক্ষা একটি মৌলিক অধিকার, যা কোনো ব্যবসায়িক স্বার্থের জন্য ক্ষুন্ন হতে পারে না। এই ধরনের আর্থিক শোষণ মুক্তিযুদ্ধ, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের মতো ত্যাগী আন্দোলনের চেতনাকে অসম্মান করে। এটি শহীদদের রক্তের প্রতি এক প্রকার বেইমানি।”

সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন অতি দ্রুত এই সমস্যার সমাধান দাবি করছে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অন্যায় পুনঃভর্তি ফি প্রদানে বিরত থাকেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে আন্দোলন গড়ে তোলেন। শিক্ষা একটি মৌলিক অধিকার এবং এটি কারও বাণিজ্যিক স্বার্থে ক্ষুণ্ন হতে পারে না। অনতিবিলম্বে অযৌক্তিক পুনঃভর্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং মাসিক বেতনের পরিমাণ কমিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি এনে শিক্ষার অধিকার রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট