1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ২২ ডিসেম্বর রবিবার চাউলিয়াপট্টিস্থ জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস দিনাজপুর জেলা শাখা, বড়বন্দর দিনাজপুর এর আয়োজনে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের অবসর জনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
“ভরা থাক স্মৃতি সুধায়, বিদায়ের পাত্র খানি” এই কবিতার লাইনকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ নেজামুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাশিস বড়বন্দর দিনাজপুর এর জেলা সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম জেলা সচিব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ মোকসেদ আলী, উপজেলা সচিব মোঃ আলমগীর, মোঃ লিয়াকত আলী, মামুনুর রশিদ, শাহ আলম, সালমা খাতুন, বিলাস চন্দ্র রায়, আনিসুর রহমান, আফজাল হোসেন, মোঃ আখের আলী, আনোয়ারুল ইসলাম, খায়রুল ইসলাম, মোঃ সালেহুর, সনদ চক্রবর্তী লিটু, মোর্শেদুর রহমান, মোকশেদুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান। সভাপতির বক্তব্যে মোঃ নেজামুল ইসলাম বলেন, বাশিস বড়বন্দর একটি অরাজনৈতিক এবং মাধ্যমিক শিক্ষকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে ঐতিহ্যের সাথে নেতৃত্ব দিয়ে আসছে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা সচিব জয়নাল আবেদিন বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ঠিক রেখে আমরা সংগঠন করবো সততার সাথে। শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সমাধানে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। শেষে বিদায়ী জেলা শিক্ষা অফিসার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমি আন্তরিকতার সাথে দিনাজপুরের শিক্ষাঙ্গনকে ভালো রাখার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষঙ্গনের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।l

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট