1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রক্রিয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক তিন সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি এবং হাজী হাবিবুর রহমান শ্যামল। সভায় সভাপতিত্ব করেন পুনরায় নির্বাচিত সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী।

নব নির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, নির্বাহী সদস্যরা হলেন, মাহমুদ হাসান কচি, কে এইচ মিলন, মোক্তার হোসেন।

সাবেক সভাপতি তাপস সাহা বলেন, সংগঠনের সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাহমুদ হাসান কচি নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। হাজী হাবিবুর রহমান শ্যামল বলেন, “জন্ম হোক যথা, কর্ম হোক ভালো।”

মাহমুদ হাসান কচি নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ভেদাভেদ ভুলে সংগঠনের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

হাজী হাবিবুর রহমান শ্যামল বলেন, “জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। সকলে একসঙ্গে কাজ করে সংগঠনকে এগিয়ে নিতে হবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম বলেন, “অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আমি সদস্যদের প্রতি কৃতজ্ঞ। সংগঠনের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।”

সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে আমি কঠোর থাকবো। ফটো সাংবাদিকতার মান উন্নয়নে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব ও আরিফুর রহমান জয়, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা এবং সদস্য দিনার মাহমুদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট