1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাঃ গঞ্জ মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১সদস্যের আহ্বায়ক কমিটি বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন কাশীপুর খিল মার্কেটে অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যা-দেখার কেউ নেই ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন একাংশের বয়কটের আহ্বান’ শুক্রবার হেফাজতের সমাবেশ! শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

বেগম রোকেয়া দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শ্রদ্ধা
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অবস্থিত বেগম রোকেয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মিমি পূজা দাস, সাধারণ সম্পাদক সুলতানা আক্তারসহ নেতৃবৃন্দ। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ সাবেরা তাহমিনা এবং কলেজের অন্যান্য শিক্ষিকারা এতে অংশ নেন।

নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বেগম রোকেয়া নারীমুক্তি আন্দোলনের অগ্রপথিক। তিনি সমাজে নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি বৈষম্য দূর করতে আজীবন সংগ্রাম করেছেন। বর্তমান সময়ে নারী নির্যাতন, বৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা নারীর মর্যাদা ও সমানাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
একই দিনে সকাল ৮টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকেও বেগম রোকেয়ার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য রোকন মিয়া, আহমেদ রবিন স্বপ্ন, সুবর্ণা আক্তার এবং আজিজুল হাকিম আরিয়ান।

জুলাই ব্রিগেডের শ্রদ্ধা
বেলা ১২টায় জুলাই ব্রিগেড মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয় শাখার পক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পমাল্য অর্পণে উপস্থিত ছিলেন শাখার সভাপতি রুহিয়া নূর ফিহা এবং সদস্যরা, যার মধ্যে ছিলেন হিমা, নুসরাত নুহা, সওদা, মোহনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট